ঢাকা : অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) দেশের সব জেলা বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি করবে বিএনপি। পাশাপাশি জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবে দলটি।
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মতিঝিল ওয়াপদা ভবনের সামনে কর্মসূচি পালন করবেন দলের নেতা-কর্মীরা।
গত মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, 'গতকাল বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দেশের ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।'
সোনালীনিউজ/এমটিআই