Menu
ঢাকা: চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি। কিন্তু এখানে দলের প্রার্থী ঘোষণা করা নিয়ে এরশাদের স্ত্রী, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও দলটির চেয়রাম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইতিমধ্যে কাজী মামুনুর রশীদকে প্রার্থী করেছেন রওশন। অন্যদিকে ভিন্ন প্রার্থী করতে দলের সংসদীয় বোর্ডের সদস্যদের নিয়ে আলাদা বৈঠক করেছেন জিএম কাদের।
মঙ্গলবার (১৩ জুন) রাতে বৈঠক হলেও এখনো প্রার্থীর নাম ঘোষণা করেননি জিএম কাদের গ্রুপ। তবে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমান কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে প্রার্থী করা হচ্ছে। বুধবার আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা আছে। তবে রুহুল আমিন হাওলাদারের বাইরেও আরও কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় ছিল।
একই দলের দুই প্রার্থী হওয়ার কারণে দলীয় প্রতীক নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। তবে রওশন বলয়ের দাবি, সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের পক্ষ থেকে প্রার্থী হলেও তাদের শোচনীয় পরাজয় হয়েছে। তাই রওশন এরশাদের বলয় থেকে তুলনামূলক ভালো প্রার্থী দেয়া হয়েছে।
রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী দেওয়া হয়েছে তারা কেউ ভালো করতে পারেননি। যে কারণে রওশন এরশাদ ভালো প্রার্থী দিয়েছেন। তিনি সাংগঠনিক লোক। আশা করি ভালো করবেন।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭জুলাই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে।
সোনালীনিউজ/এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT