• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

১২ দলীয় জোটের সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৩, ০১:৪৩ পিএম
১২ দলীয় জোটের সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ঢাকা : চলমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক বসে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কারি আবু তাহের।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে জোটের বাইরে থাকা আরও ২৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলের নেতারা। এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের বলেন, তারা আন্দোলন জোরদার করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই লক্ষ্যে মঙ্গলবার তারা ২৭টি দলের সঙ্গে বৈঠক করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!