ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে ড. খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে ভর্তি আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বুকে ব্যাথা অনুভব হলে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়েছে। এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।
বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন সাম্প্রতিক দেশকালকে এসব তথ্য জানান। তিনি এখন খন্দকার মোশাররফের সাথে হাসপাতালে আছেন।
সোনালীনিউজ/এমটিআই