• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যায় কাউকে ছাড় নয়: তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২৩, ০৪:৪৫ পিএম
সাংবাদিক নাদিম হত্যায় কাউকে ছাড় নয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক নাদিম হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। হত্যার ঘটনায় যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

শনিবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের শুধু ওমরা, হজ কেন্দ্রিক সম্পর্ক সীমাবদ্ধ নয়; এর বাইরে আত্মিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!