• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২৩, ০১:২৭ পিএম
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ

ঢাকা : গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে রাশেদ খানকে।

সোমবার (১৯ জুন) রাতে এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক আলোচনা ছাড়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতার কারণে উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতির কারণে দলীয় আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ড. রেজা কিবরিয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!