• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়ের বার্তা


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২৩, ১১:১৬ এএম
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়ের বার্তা

ঢাকা: বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন জয়। সেখানে তিনি লিখেন— বাংলাদেশ আওয়ামী লীগ-বাঙালি ও বাংলাদেশ যার আপনজন। শত সংগ্রামে, অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ। 

সেই সঙ্গে ৪ মিনিট ২১ সেকেন্ডের এ ভিডিওতে প্রতিষ্ঠার প্রেক্ষাপটসহ বর্তমান পর্যন্ত দলটির গৌরবময় অর্জনের কথা তুলে ধরেন তিনি।

জয় লিখেন, ৫২ বছরের বাংলাদেশে, অনেক ঝড়ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে, ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র্য। লোডশেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ।

প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সব ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।

প্রকাশিত ভিডিওতে জয় ভাষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন ও দেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা উঠে এসেছে। স্বাধীনতাপরবর্তী দেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকা, বঙ্গবন্ধুকে হত্যাপরবর্তী দল ভাঙার ষড়যন্ত্র, ‘৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হাল ধরা, তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং ২০০৯ সালে ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে দেশের সার্বিক উন্নয়নের চিত্র উঠে এসেছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর রোজ গার্ডেনে গঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। বাধা-বিপত্তি পেরিয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ। স্বাধীনতার পতাকাবাহী দলটির এ দীর্ঘ পথচলায় অর্জনের শেষ নেই। 

১৯৫২, '৬৬ আর '৬৯ পেরিয়ে '৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ হয়ে ওঠে গণমানুষের আগুনঝরা দুর্বার স্লোগান। যে দলের হাল ধরেছিলেন মজলুম নেতা মওলানা ভাসানী, তার দেখানো পথে একসময় সেই আওয়ামী লীগেরই কাণ্ডারি হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। '৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর খানিক পথ হারালেও '৮১-তে তার কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে আবারও দুর্দমনীয় রূপে ফেরে আওয়ামী লীগ।

২০০৮ সালে এক-এগারোর পর শেখ হাসিনা গ্রেফতার হলে আবারও সংকটে পড়ে আওয়ামী লীগ। তবে তার নেতৃত্বেই ২০০৯ থেকেই টানা ক্ষমতায় রয়েছে দলটি। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!