• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোন ঈদের পর বিএনপির আন্দোলন, কেউ জানে না: শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি  জুন ২৭, ২০২৩, ০১:৩১ পিএম
কোন ঈদের পর বিএনপির আন্দোলন, কেউ জানে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর: ঠিক কোন ঈদের পর বিএনপি সরকার পতনের আন্দোলনে নামবে তা কেউ জানে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে, এ জন্যই হাক ডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন। বিএনপি যেকোনো ঈদের পর আন্দোলন করবে, তা কেউ জানে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে, এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে, এ জন্যই হাক ডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।’

দীপু মনি বলেন, ‘আমরা বীরের জাতি, তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করে না, আর করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপে তিনি নত শিকার করবেন না।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!