• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০২৩, ০১:৩০ পিএম
খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা-বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা।

বৃহস্পতিবার (২৯ জুন) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ছয়জন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এটা এ ঈদ উপলক্ষে আমরা দেখা করতে আসছি। সাক্ষাতে আমাদের রাজনৈতিক কোনো বিশেষ আলাপ হয়নি। ঈদ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের মুখে তিনি দেশবাসীর কথা শুনেছেন।

জমির বলেন, ‘আপনারা যদি মনে করেন তার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে তাহলে সেটা ঠিক না। তার বিদেশে ট্রিটমেন্ট একান্ত প্রয়োজন।  

এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!