• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মিরপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৩, ১২:৪০ পিএম
মিরপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ

ঢাকা : পদযাত্রা ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ সংঘর্ষ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে বাংলা কলেজের সামনে সকাল থেকে জড়ো হচ্ছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়।

বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

১২টায় এ প্রতিবেদন লেখার সময় দেখা গেছে, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!