ঢাকা: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের উপস্থিতি লাখ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।
বুধবার (১৯ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিন বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে মহানগর উত্তরের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিট।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশে ৫০ হাজার মানুষের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ বজলুর রহমান। তবে নেতাকর্মীদের উপস্থিতি লাখ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেখ বজলুর রহমান বলেন, আওয়ামী লীগের সামনে যখন কঠিন সময় আসে, আওয়ামী লীগ তখন ঐক্যবদ্ধ হয়। আমরা ৪০ থেকে ৫০ হাজার মানুষের টার্গেট করেছি। তবে আমার মনে হয়, উপস্থিতি লাখ ছাড়িয়ে যাবে।
গতকাল সমাবেশ পূর্ব একটি সভাও করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ। এই সভায় নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধিদের সক্ষমতা ও জনপ্রিয়তার প্রমাণ আজকের সমাবেশে দেখানোর তাগিদ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল বলে জানিয়েছে ক্ষমতাসীন দল।
সোনালীনিউজ/এম
আপনার মতামত লিখুন :