• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ : কাদের


নোয়াখালী প্রতিনিধি জুলাই ২২, ২০২৩, ০২:৪৩ পিএম
বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ : কাদের

নোয়াখালী : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে তারা নির্বাচনেও হারে। যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনেও ব্যর্থ।

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে শনিবার (২২ জুলাই)  দুপুরে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, নোয়াখালীতে ফখরুল এসে বিষোদগার করে গেছে, নেতাকর্মীদের দিয়ে হুমকি-ধমকি দিয়ে গেছে। ফখরুল জানে না, একসময় নোয়াখালী বিএনপির ঘাটি থাকলেও বর্তমানে আ.লীগের ঘাঁটি।

বিগত সময়ের মতো ভাঙচুর ও জ্বালাও পোড়াও করতে আসবে সে হাত গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেন তিনি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী ১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহীম প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!