• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১২ দলের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৩, ০২:৪৯ পিএম
১২ দলের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

ঢাকা : আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে ১২ দলের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (২২ জুলাই) বিকেলে এ বৈঠক হবে।

১২ দলীয় জোটের নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২২ ডিসেম্বর বিএনপির সমমনা ১২টি দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে।

১২ দলীয় এই জোটে রয়েছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!