• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
মহাসমাবেশ

বিএনপিকে গোলাপবাগ মাঠ দেখতে বলল পুলিশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৩, ০৪:১৯ পিএম
বিএনপিকে গোলাপবাগ মাঠ দেখতে বলল পুলিশ

ঢাকা : নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৭ জুলাই মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তাদেরকে (বিএনপি) গোলাপবাগ মাঠ দেখতে বলেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী ও পল্টনে সমাবেশ করতে দেওয়া যাচ্ছে না।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কর্মদিবসে সভা সমাবেশের বিষয়ে হাইকোর্টের একটা অবজারবেশন রয়েছে। তাই সেখানেও অনুমতি দেওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা চাইলে সেখানে করতে পারে।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ ‘এক দফা’ দাবি আদায়ে গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশ থেকে আগামী ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইদিন ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!