• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিএনপির ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা উচিত: কাদের


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৩, ০১:৪৩ পিএম
বিএনপির ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা উচিত: কাদের

ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ অবরোধের কর্মসূচি দেওয়ায় বিএনপির মার্কিন ভিসা নীতির আওতায় পড়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পথ অবরোধ করবে কেন? এটা কোন গণতন্ত্র? নির্বাচনকে সমানে রেখে এ ধরনের কর্মসূচি যারা দেয়, তাদের মার্কিন ভিসা নীতির আওতায় পড়া উচিত।

ওবায়দুল কাদের বলেন, আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না।

এ সময় নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।

বিএনপির কোনো কর্মসূচি আওয়ামী লীগ ‘কপি’ করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজ কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ মাঠে থাকবে নির্বাচন পর্যন্ত।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!