Menu
ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খেলা শুরুর আগেই রাজনৈতিকভাবে বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মীরা পালিয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার নেই। শিষ্টাচার না থাকায় তারা অন্য দলের শিষ্টাচার বোঝে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়। যা বিএনপির ক্ষেত্রে সম্ভব হয় না।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল উল্লেখ করে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।
সোনালীনিউজ/এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT