Menu
ঢাকা : কারও কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কোনো ভিসা নীতি নিয়ে কারও এত আপ্লুত হওয়ার কারণ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক আছে।’
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের এত বছর পরও কোনো কোনো শক্তি চোখ রাঙায়। মনে রাখতে হবে, শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেন না। সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশকে এগিয়ে নেবেন তিনি।
তিনি আরও বলেন, হাছান মাহমুদ বলেন, নির্বাচন হবেই। বিদেশি পর্যবেক্ষক আসলে স্বাগত জানাব। না আসলেও স্বাগত জানাব। আমাদের নির্বাচনের সিদ্ধান্ত আমরাই নেব। অন্য কেউ নয়।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT