• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খালেদাকে মুক্ত না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না: মঈন খান


ময়মনসিংহ প্রতিনিধি অক্টোবর ১, ২০২৩, ০৪:১৫ পিএম
খালেদাকে মুক্ত না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না: মঈন খান

ময়মনসিংহ: বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত বিএনপি রাজপথ ছেড়ে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আমরা রাজপথে নেমেছি- যতক্ষণ না খালেদা জিয়াকে মুক্ত করে আনব ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’

রোববার (১ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নেবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল হবে। আমরা বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।’

মঈন খান বলেন, ‘আজ আওয়ামী লীগের রাগ কেন খালেদা জিয়ার ওপর? কারণ, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এই কারণে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার চিকিৎসা বাধাগ্রস্ত করে, কিসের জন্য বিদেশে যাওয়ার পথ বন্ধ করে করেছে?’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। এই দেশের মানুষ মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত করেছিল। দেশের মানুষ ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার চায়।’

মঈন খান বলেন, ‘সরকার দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। তারা একদলীয় বাকশাল কায়েম করেছে। তারা মানুষকে কোনো ভিন্নমত প্রকাশ করতে দেয় না। ওরা মনে করে আওয়ামী লীগ যা বলে দেবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা-ই শুনবে। এটা কোনোদিন হতে পারে না।’

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে রোডমার্চ কর্মসূচির সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্মসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশের পর রোডমার্চ শুরু হয়ে চুরখাই বাজার মোড়ে পথসভা শেষে রোডমার্চ গাড়ির বহর শহর বাইপাস হয়ে শম্ভুগঞ্জ ব্রিজ, চায়না মোড়, শুম্ভুগঞ্জ বাজার, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল চৌরাস্তা হয়ে কিশোরগঞ্জ শেষ হবে।

রোডমার্চে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশ নেন।

এমএস

Wordbridge School
Link copied!