• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইনের বাইরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


ফেনী প্রতিনিধি অক্টোবর ১, ২০২৩, ০৮:১১ পিএম
আইনের বাইরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চিকিৎসার জন্য বিএনপি যতই আন্দোলন সংগ্রাম করুক, আইনের বাইরে গিয়ে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই।’

রোববার (১ অক্টোবর) দুপুরে ফেনীতে এক জনসভায় যোগদানের আগে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের কষ্ট লাগছে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কয়েকগুন বেড়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিরা নিজের দেশে কি করছেন তার খবর নেই, আজকে আমাদেরকে সবক দিচ্ছে। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোন পেশিশক্তি টিকবে না। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে নেয়ার কারণে এই দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার সঙ্গেই আছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেখানে যান সেখানেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।’

জনসভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির আন্দোলনের কোনো ক্ষমতা নেই, সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন হবে। ভয়ের কিছু নেই, আন্দোলনের নামে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। পিছনের দরজা দিয়ে কেউ ক্ষমতা আসতে দেয়া যাবে না। শেখ হাসিনার সরকার বারবার দরকার।

হাসানুল হক ইনু বলেন, ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবেই হবে। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তাতে ১৪ দলের কিছুই যায় আসে না।

এমটিআই

 

Wordbridge School
Link copied!