• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

পাবলিক খায় বলে ‘তলে তলে’ শব্দ বলেছি: কাদের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৩, ০১:০০ পিএম
পাবলিক খায় বলে ‘তলে তলে’ শব্দ বলেছি: কাদের

ঢাকা: দুই দিন আগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে ‘তলে তলে’ শব্দ কেন বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্পর্কের উন্নয়ন সম্পর্কে তুলে ধরতে তিনি এমন শব্দ উচ্চারণ করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? তলে তলে সব আপস হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।’

সচিবালয়ে এমন শব্দ ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, তলে তলে আপস মানে সম্পর্কের উন্নয়ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘তলে তলে’ শব্দ বলেছি। যেমন আমার যেমন বলি ‘খেলা হবে’।

ওবায়দুল কাদের বলেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্র কেউ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এটি উদ্ভট কল্পন। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জবাব দেওয়ার জন্য সরকার এবং আওয়ামী লীগ প্রস্তুত আছে।

এমএস

Wordbridge School
Link copied!