• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জুস খাইয়ে ফখরুলের অনশন ভাঙালেন অলি


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ১৪, ২০২৩, ০৯:৪৬ পিএম
জুস খাইয়ে ফখরুলের অনশন ভাঙালেন অলি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে ৩ ঘণ্টা গণ-অনশন করেছে বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। এরপর দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে জুস খাইয়ে অনশন ভাঙান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতাদের জুস খাইয়ে অনশন ভাঙান অধ্যাপক মাহবুব উল্লাহ এবং আনোয়ার হোসেন।

অনশনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন ত্যাগ স্বীকার করে আসছেন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। তাই খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, এরা সরকার নয়, শাসক। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না, এরা কমান্ডো কায়দায় আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া গ্রেপ্তার করা হয়েছে হত্যার জন্য। তাকে ভুয়া মামলায় আটক করা হয়েছে। এখনও সময় আছে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান।

অনশনে বিএনপির স্থায়ী কমিটির ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা বেগম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!