• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

এরশাদের বায়োপিক বানাতে চান বিদিশা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৩, ১২:৫১ পিএম
এরশাদের বায়োপিক বানাতে চান বিদিশা

ঢাকা : প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।  

বিদিশা বলেন, আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেককিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারবো।

তিনি বলেন, ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামে একটি বই লিখেছিলাম। এই বইটি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কাজ করতে চেয়েছিলেন। বইটি আমার বায়োগ্রাফি। এতে ডেফিনেটলি বিশাল জায়গাজুড়ে আমার জীবনে এরশাদ সাহেব আছে।

মুজিব বায়োপিক নিয়ে বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো থান্ডার হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছেন। বিশেষ করে আরিফিন শুভ। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কি লস করেছেন। আমরা সবাই জানি শেখ হাসিনা ১৫ আগস্টে তার পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানোর কত কষ্টের।

এমটিআই

Wordbridge School
Link copied!