• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডিএমপির ৭ তথ্যের জবাব দিল বিএনপি, যা লেখা আছে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৩, ০৩:৪৯ পিএম
ডিএমপির ৭ তথ্যের জবাব দিল বিএনপি, যা লেখা আছে

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে আগামী ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ করতে চাইলে তাদের কাছে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য জানতে চেয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব তথ্যের জবাব দিয়ে আজ বৃহস্পতিবার ডিএমপিকে চিঠি পাঠিয়েছে দলটি।

ডিএমপির পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়াকে এ চিঠি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাত তথ্যের জবাব দেওয়া চিঠিতে যা লেখা আছে-

১। সমাবেশ বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আযানের পূর্বে শেষ হবে।

২। সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে।

৩। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

৪। সমাবেশের পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছু দূর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

৫। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দলটির নেতৃবৃন্দ ব্যতিরেকে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না।

৬। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।

৭। ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

এর আগে আগামী ২৮ অক্টোবর শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশকে চিঠি দেয় বিএনপি। তাদের চিঠির জবাবে বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চায় পুলিশ। গতকাল বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠি পাঠিয়ে এসব তথ্য জানতে চাওয়া হয়। 

চিঠিতে জানতে চাওয়া হয়েছে- সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না–সহ সাতটি তথ্য।পাশাপাশি জননিরাপত্তার কারণে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে-এমন বিকল্প চাওয়া হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!