• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
নয়াপল্টনেই মহাসমাবেশ

সংঘাতের আশঙ্কা করছে না বিএনপি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৩, ০৩:২৮ পিএম
সংঘাতের আশঙ্কা করছে না বিএনপি

ঢাকা : বিএনপি নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের দিন কোনো সংঘাতের আশঙ্কা করছে না বিএনপি।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা  বলেন তিনি।

সারাদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ফখরুল বলেন, মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। আর আগামীকালের মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই। মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং সাজা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির প্রত্যেকটি কর্মসূচি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে অত্যন্ত সফলভাবে পালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শনিবার সমাবেশের জন্য ডিএমপি কমিশনার থেকে এখনো কোনো চিঠি পাইনি। আমরা আশা করবো, এই ব্যাপারে তারা আমাদের কোনো বাধা সৃষ্টি করবেন না। মহাসমাবেশের সকল ধরনের বাধা-বিপত্তি দূর করতে তারা সহযোগিতা করবেন। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমটিআই
 

Wordbridge School
Link copied!