• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের সমাবেশ লোকে লোকারণ্য


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৩, ০৫:০৫ পিএম
আওয়ামী লীগের সমাবেশ লোকে লোকারণ্য

ঢাকা : সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সমাবেশে রূপ নিয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। দোয়েল চত্বর থেকে হাইকোর্ট সংলগ্ন মাজার, শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের সামনের সড়ক ধরে বায়তুল মোকাররম দক্ষিণ গেইট সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে গেছে। শান্তি সমাবেশে আগত সবাই মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তুলেছে। সবার হাতে লাঠি রয়েছে। লাঠির মাথায় পতাকা, কপালে জাতীয় পতাকা ও নৌকা খচিত ব্যাজ। বাঁশের লাঠি হাতে সতর্ক অবস্থান গ্রহণ করেছে কর্মীরা। সমাবেশ মঞ্চে বক্তৃতা করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্য রাখছেন দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নির্ধারিত শান্তি সমাবেশ বায়তুল মোকাররম দক্ষিণ গেইট ও আশপাশের এলাকায় কোনো সংর্ঘষ হয়নি। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের মহাসমাবেশস্থলের আশপাশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলেও এখানে শান্তি সমাবেশে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

তবে তিনটার দিকে এগটি গুজব ছড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিকে ধাওয়া দিচ্ছে। এ গুজবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পল্টন জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে দৌড়াতে শুরু করে। এসময় মঞ্চ থেকে আওয়ামী লীগ নেতারা মাইকে বলতে থাকেন বিএনপির গুণ্ডারা হুঁশিয়ার সাবধান। একটু পরে আবার মাইকে বলা হয় কিছুই হয়নি। আপনারা যে যেখানে আছেন শান্তিপুর্ণভাবে অবস্থান গ্রহণ করুন। তবে পুলিশ শান্তি সমাবেশের আশপাশে সতর্ক পাহারায় রয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!