• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ২৮, ২০২৩, ০৬:০৬ পিএম
রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

ঢাকা : আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, আগামীকাল (রোববার) মহানগর, জেলা, থানা ও উপজেলা-সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারা দেশে সতর্ক অবস্থান থাকবে নেতাকর্মীরা।

তিনি বলেন, খেলা হবে...। খেলা হবে..। প্রস্তুত? ফখরুল-বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।

ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

এমটিআই

Wordbridge School
Link copied!