• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মির্জা ফখরুল আটক, যা বললেন মেয়ে শামারুহ মির্জা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৩, ০৫:০৯ পিএম
মির্জা ফখরুল আটক, যা বললেন মেয়ে শামারুহ মির্জা

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে অবিলম্বে বাবার মুক্তি চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা ড. শামারুহ মির্জা।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি জানান।

শামারুহ মির্জা বলেন, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে। এজন্য রাতেই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। বাবার বয়স ৭৬ বছর এবং গতরাতেও তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। আমি অবিলম্বে আমার বাবার মুক্তি চাই।

তিনি আরও বলেন, বাবাকে রবিবার সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এই জুলুম একদিন শেষ হবে।

উল্লেখ্য, এর আগে রবিবার সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। তাকে আটক করার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। এ ছাড়া শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!