ঢাকা : মহাসমাবেশে ঘোষিত হরতালকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-র নেতাকর্মীদের ধরপাকড়ে নেমেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোররাতে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হলেও তারই প্রক্রিয়া চলছে বলে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
গ্রেপ্তার অভিযান চলছে অন্যান্য বড় ও প্রভাবশালী নেতাদের বাসায়ও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। অভিযান চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায়ও।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। তাকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেনকে গ্রেপ্তার ও গাড়িচালক রাজিবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়া ও বনানীর বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
এমটিআই