• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অবরোধের নেতৃত্বে কে, জানতে চান কাদের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৩, ০৩:২১ পিএম
অবরোধের নেতৃত্বে কে, জানতে চান কাদের

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসল রূপ হলো নৃশংসতা। তারা পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে, বাকি নেতারা পালিয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তাদের অবরোধ কর্মসূচির নেতৃত্বে দেবে কে?

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। অন্যান্য দেশে যেভাবে হয়, সেভাবেই হবে। কে আসল, কে আসল না সেটি বিবেচ্য নয়। বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশ নেওয়া উদ্দেশ্য নয়। নিলে সহিংসতা করত না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে এমন কিছু দৃশ্যমান অপরাধ করেছে; যেটার কোনো মার্জনা করা যায় না। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের আসল রূপ নিয়ে লেখার কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া। কেউ কেউ নাম ধরেই বলেছে বিএনপি নামক দল আমরা করব না। আন্দোলনের জন্য বিএনপি যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বাড়ি ফিরতে ফিরতে বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।

অবরোধের নামে জাতীয় সম্পদে বিএনপি আঘাত হানতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আপনারা কোনো অবস্থাতেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। বিরোধী দলের ব্যর্থ কর্মসূচিতে সতর্ক রয়েছে আওয়ামী লীগের কর্মীরা। তবে আমরা সব সময় শান্তিপূর্ণ অবস্থানে থাকব।

এমটিআই

Wordbridge School
Link copied!