• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইশরাকের ভাই ইশফাক রিমান্ড শেষে কারাগারে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৩, ০৬:২৬ পিএম
ইশরাকের ভাই ইশফাক রিমান্ড শেষে কারাগারে

ঢাকা : রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ৬ জনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া বাকি আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন। 

শুক্রবার (৩ নভেম্বর) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল-ফারাবী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত শনিবার রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। রোববার ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তার ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

এমটিআই
 

Wordbridge School
Link copied!