• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

জানুয়ারিতে ফাইনাল খেলা খেলতে চান কাদের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৩, ০৭:১৩ পিএম
জানুয়ারিতে ফাইনাল খেলা খেলতে চান কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ফটো

ঢাকা: বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) বলেছিল ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। তাই নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে।

আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ।

তিনি আরও বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করতে হবে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!