• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘প্রকাশ্যে নৌকায় সিল মারা আজাদ ছাত্রলীগ নয়, শিবিরকর্মী’


লক্ষ্মীপুর প্রতিনিধি: নভেম্বর ৭, ২০২৩, ০৫:২৫ পিএম
‘প্রকাশ্যে নৌকায় সিল মারা আজাদ ছাত্রলীগ নয়, শিবিরকর্মী’

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মেরে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতাকে শিবিরকর্মী বলে দাবি করেছেন বিজয়ী প্রার্থী গোলাম ফারুক পিংকু।

মঙ্গলবার (০৭ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

পিংকু বলেন, আজাদ ছাত্রলীগের কেউ নন, তিনি শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন, যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই টাকার বিনিময়ে এসব কাজ করেছেন আজাদ।

প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশ্যে সিল মারা আজাদ হোসেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

এর আগে, সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে ৫৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নৌকা প্রতীকের একটি গানজুড়ে দেয়া হয়। ভিডিওতে দেখা গেছে, খুব দ্রুত তিনি সিল মারছেন। এ সময় তাকে অন্য একজন সহযোগিতা করেন। ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে তিনি নৌকা প্রতীকে সিল মেরেছেন।

উল্লেখ্য, পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল)। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট পেয়েছেন।

Wordbridge School
Link copied!