• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৩, ০৩:৪৪ পিএম
অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল

ঢাকা : চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

এ সময় এলডিপির ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কোনো কিছুতেই সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না। এবারের আন্দোলনে জনগণের বিজয় হবে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!