• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ইসিকে মাহবুব উদ্দিন খোকন

তফসিল ঘোষণা করলে মানুষ আপনাদের অভিশাপ দেবে


নিউজ ডেস্ক নভেম্বর ১২, ২০২৩, ০৬:২৩ পিএম
তফসিল ঘোষণা করলে মানুষ আপনাদের অভিশাপ দেবে

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

ঢাকা: তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, তফসিল ঘোষণা করলে মানুষ আপনাদের অভিশাপ দেবে।

রোববার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, আপনারা পারবেন না। আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি আছে, আত্মীয়স্বজন আছে। কলঙ্কজনক দায়িত্ব থেকে আপনারা অব্যাহতি নেন। দয়া করে পদত্যাগ করুন এবং নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন।

খোকন বলেন, এখন বাংলাদেশে নির্বাচন বলতে কিছু কি আছে? নির্বাচন ব্যবস্থাকেই আওয়ামী লীগ সরকার খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই। আমাদের উন্নয়নের লোভ দেখিয়ে বলা হচ্ছে, ভোটাধিকার দরকার নেই, গণতন্ত্র দরকার নেই, শুধু উন্নয়ন হলেই চলবে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ দাবির জন্যই বিএনপিসহ সব রাজনৈতিক দল আন্দোলন করছে। তফসিল ঘোষণা করলেও আন্দোলন চলবে। এ আন্দোলনে জনগণের জয় হবে, গণতন্ত্রের জয় হবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!