• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে আ.লীগ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৩, ০২:৪০ পিএম
তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে আ.লীগ

ঢাকা : বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ভাষণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। ফলে সবার নজর এখন ইসির দিকে।

এদিকে তফসিল ঘোষণা করার পরে সারা দেশে নির্বাচনকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে ম্যাসেজের মাধ্যমে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।  

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ওই ম্যাসেজটি দেশ রূপান্তরের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, 'সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।'

এমটিআই

Wordbridge School
Link copied!