• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৩, ০৬:৪৯ পিএম
তফসিল ঘোষণা হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

ফাইল ছবি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে প্রতিবাদে আগামী রোববার ও সোমবার (৪৮ ঘণ্টা) হরতাল ঘোষণা করতে পারে বিএনপি। দলটির একটি সূত্র সোনালী নিউজকে এ তথ্য জানিয়েছে।

জনমতকে উপেক্ষা করে একদলীয় নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্বাচন কমিশন তফসিল জারি করছে- এমন অভিমত ব্যক্ত করে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, এই তফসিল জারির প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি-সোমবার) সারাদেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!