ঢাকা : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এসব কথা জানান।
তিনি জানান, রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন।
মশিউর রহমান রাঙ্গা আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সেখানে নির্বাচনের বিষয়ও অবধারিতভাবে ছিল।
এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ। সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা, রাহগীর এরশাদসহ চারজন। তারা বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা ছিলেন।
এমটিআই