• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এই নির্বাচনে অংশ নিলে ‍‍`জাতীয় বেইমান‍‍` হিসেবে চিহ্নিত হবে: এলডিপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৩, ০৫:১১ পিএম
এই নির্বাচনে অংশ নিলে ‍‍`জাতীয় বেইমান‍‍` হিসেবে চিহ্নিত হবে: এলডিপি

ঢাকা : সরকার পদত্যাগের একদফা দাবি ও তফশিল ঘোষণার প্রতিবাদে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড়ে যাওয়ার পথে হামলার শিকার হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এলডিপির নেতাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বিল্লাল মিয়াজীসহ গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

মিছিলপূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কমিশন তফশিল ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করছে। হাতেগোনা দুই-চারটি দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নেবে না। এই নির্বাচনে যারা অংশ নেবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলার জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।

এমটিআই

Wordbridge School
Link copied!