ঢাকা : হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আলরাজি ভবনের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটি নেতাকর্মীরা।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে দলটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেয়ামূল বশির বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। শেষ সময়ে টিকে থাকার জন্য মরণকামড় দিচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ঝড়ের বেগে জনতার উত্তাল গণ-আন্দোলন তৈরি করে সরকারকে পরাজিত করতে হবে। আজকে আমাদের কথা পরিষ্কার, মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, নিজের ভোট নিজে দেওয়ার জন্য এবং ভোটের ফলাফল ঘরে আনার জন্য তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন মানবে না।
এমটিআই