• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

নৌকা পেতে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৩, ০৪:১৫ পিএম
নৌকা পেতে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

গত শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসানের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই তিন আসনেই আজ (মঙ্গলবার) মনোনয়ন ফরম জমা দেন ক্রিকেটার সাকিব।

এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাকিব আসলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

এমএস

Wordbridge School
Link copied!