• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফেরদৌস ও সাকিব আ. লীগের মনোনয়ন পাচ্ছেন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৩, ১০:১০ এএম
ফেরদৌস ও সাকিব আ. লীগের মনোনয়ন পাচ্ছেন

ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও মাগুরা-২ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। অপরদিকে মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বীরেন শিকদার।

এদিন সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। একাধিক বিরতি দিয়ে সভা চলে রাত ১০টা পর্যন্ত। সভা শেষে আওয়ামী লীগের  একাধিক সূত্র জানায়, ফেরদৌস ও সাকিবের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

এর আগে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস। সাকিব সশরীরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনটি আসনের (ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২) জন্য মনোনয়ন ফরম নেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।

অপরদিকে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফেরদৌস। গত সপ্তাহে একটি নির্বাচনী প্রচারে দলের হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকার কথা জানান তিনি।

এবার নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন। আগামী রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!