• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নৌকার প্রার্থীকেই ডামি প্রার্থী রাখার নির্দেশ শেখ হাসিনার


নিজস্ব প্রতিবেদক  নভেম্বর ২৬, ২০২৩, ০৩:১৫ পিএম
নৌকার প্রার্থীকেই ডামি প্রার্থী রাখার নির্দেশ শেখ হাসিনার

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ রবিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎ করতে গেলে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন একাধিক মনোনয়নপ্রত্যার্শী।

শেখ হাসিনা বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি কোনো আসনে জয়ী হয়, তাহলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে নির্বাচনের সময় ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। 

সাক্ষাৎ শেষে মনোনয়নপ্রত্যার্শী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন নির্বাচনকে উৎসব মুখর করতে হবে। তিনি আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রত্যাশার জন্য বলেছেন। বলেছেন, ‘ভোটারদের গুরুত্ব দাও, তাদের কাছে ভোট চাও।’ ভোটাররা যেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তার অধিকার প্রয়োগ করে সেটাই তিনি বলেছেন।’

হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, ‘সবাইকে বিএনপির জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আরেকজন প্রার্থীকে দলের সঙ্গে রাখার জন্য বলেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন আসতে না পরে সেটি বলেছেন।’

এমএস

Wordbridge School
Link copied!