• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাগুরা-১ থেকে মনোনয়ন পেলেন সাকিব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৩, ০৪:৩৬ পিএম
মাগুরা-১ থেকে মনোনয়ন পেলেন সাকিব

ঢাকা : ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।

এর আগে সাকিব ঢাকা ১০ ও মাগুরা ১ ও ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এবার তিনি মনোনয়ন পাননি।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এই তাড়কা ক্রিকেটার। এবারের আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় সাকিবসহ একঝাঁক নতুন মুখকে সুযোগ করে দেওয়া হয়েছে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!