Menu
ফাইল ছবি
ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ৩০০ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। বাকি দুই আসনে প্রার্থীর নাম জানাননি তিনি। আসন দুটি হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এই দুই আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। তবে কবে ঘোষণা করা হবে তা জানানো হয়নি।
নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (এরশাদ) সেলিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই।
এ ছাড়া কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন।
ওয়াইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT