ঢাকা: তৃণমূল বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চূড়ান্ত নাম ঘোষণা করবেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ।
তিনি বলেন, দুটি বিভাগে আমাদের এখনো প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়নি। শরিক দলের সঙ্গে প্রার্থী নির্ধারণের কিছু বিষয় আছে। তাই কাল (আজ বুধবার) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধন পাওয়া দলটি ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে। পাঁচ দিনে ৪৩০টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। গত ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে তৃণমূল বিএনপি।
গত ১৬ নভেম্বর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।
এমএস