ঢাকা : রওশন এরশাদ ও তার পছন্দের প্রার্থীদের জন্য ৩টি আসন এখনো খালি রাখা আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
আজ তারা মনোনয়ন ফরম নেবেন বলেও আশা প্রকাশ করেন চুন্নু। তবে, এই তিনটি আসনও তাদের চাহিদা অনুযায়ী পাবেন না বলে জানান তিনি। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে মনোনয়নপত্র নিতে হবে।
দলের মধ্যে কোনো ভাঙ্গন নেই বলে আবারও দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব।
তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তবে তাদেরকে স্বাগত জানানো হবে। বিএনপি নির্বাচনে এলে কমিশন যদি নির্বাচন পেছায় তাতে জাতীয় পার্টির আপত্তি নেই বলে জানান মুজিবুল হক চুন্নু।
এমটিআই