• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৩, ১০:২১ এএম
ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা :  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন সদস্যদের সঙ্গে আজ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন।

বৈঠকে উঠে আসা আলোচনা প্রসঙ্গে শায়রুল কবির খান বলেন, গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দসহ সারা দেশে হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের উপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীসহ শতশত নেতাকর্মীদের ফরমায়েশি সাজা প্রদানের মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচন আয়োজন করা হচ্ছে বলে প্রতিনিধিদের জানানো হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!