ঢাকা : মাগুরার দুটি আসনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও তিনজনের বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ ঘোষণা দেন।
মাগুরা-১ (শ্রীপুর-সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান সঙ্গে ভোটের মাঠে লড়বেন অন্যান্য রাজনৈতিক দলের পাঁচ প্রার্থী।
তারা হলেন, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেস পার্টির কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মাছুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় রনি।
এ আসন থেকে ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী সনজয় কুমার ভাদুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া মাগুরা-২ (শালিখা-মহম্মদপুর-সদর) আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য বীরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেস পার্টির কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির হায়দার আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসাদুজ্জামান, জাতীয় পার্টির মুরাদ আলী ও তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম।
এ আসনে এক শতাংশ ভোটারে স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে চাকরি করার কারণে আরেক স্বতন্ত্র প্রার্থী কাজী শরীফ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এআর