• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

‘গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৩, ১০:৫৮ পিএম
‘গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’

ঢাকা : গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। 

রিজভী বলেন, পাতানো নির্বাচন শুধু বয়কট নয়, গণপ্রতিরোধের মুখে সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। 

বর্তমান সরকারের অধীনে নির্বাচন কেবল বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, বরং দেশের সাধারণ মানুষ ও বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে জানিয়ে রিজভী বলেন, সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সব সুযোগ বন্ধ হয়ে গেছে।  

দল পরিবর্তনের জন্য কারাগারে থাকা গণতন্ত্রকামী রাজনীতিবিদদের নির্যাতনের মাধ্যমে সম্মতি আদায়ের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, রিমান্ডে নির্যাতন করে নেতাকর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে। বিএনপির নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতন, হেনস্তা, হেয় করেও-এদের তটস্থ করতে না পেরে উৎপীড়নের পথ অবলম্বন করেছে সরকার।

দেশের পোশাক খাত নিয়ে নিষেধাজ্ঞা আসন্ন উল্লেখ করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি ঘোষণার পর বাংলাদেশের পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রায় অবধারিত বলে মনে করছেন দেশের পোশাকশিল্পের মালিকেরা। ইতিমধ্যে পণ্যের আদেশদাতারা ঋণপত্রে এমন শর্ত জুড়ে দিয়েছেন যে-জাহাজীকরণের পর নিষেধাজ্ঞা আসলেও পণ্য নেবে না।

এমটিআই

Wordbridge School
Link copied!