• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দীর্ঘ ৪৯ দিন পর স্লোগানে মুখর নয়াপল্টন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৪৪ পিএম
দীর্ঘ ৪৯ দিন পর স্লোগানে মুখর নয়াপল্টন

ঢাকা : গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর এই প্রথমবার, দীর্ঘ ৪৯ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ। দলটির সিনিয়র কোনো নেতা এখনো ওই এলাকায় আসেননি।

শনিবার (১৬ ডিসেম্বর) বিএনপির পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য বেলা ১১টার পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। বেলা একটায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।

বিএনপি নেতাকর্মীরা

সেখানে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে দিতে থাকেন। তারা বলছিলেন, ‘পুলিশ ছাড়া মাঠে নাম, ভুলিয়ে দেব বাপের নাম’, ‘ধর ধর নৌকা ধর, ভেঙেচুরে চুলায় ভর’ এসব স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করতে নিয়ে আসা হয়েছে তিনটি ট্রাক। নেতাকর্মীরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে আছেন।

এদিকে ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড় ও হোটেল ভিক্টোরিয়ার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘বিজয় দিবসে বিএনপির র‍্যালিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নির্দিষ্ট রুটে র‍্যালি করার কথা। আশা করছি, দলটি সেটা করবে।

এমএএইচ

Wordbridge School
Link copied!